-->
Itching in skin: মাঝে মাঝেই গা চুলকায় বড্ড? ত্বকের রোগ নয়, শরীরের ভিতরেই বড় বিপদ ঘনিয়েছে

Itching in skin: মাঝে মাঝেই গা চুলকায় বড্ড? ত্বকের রোগ নয়, শরীরের ভিতরেই বড় বিপদ ঘনিয়েছে


Itching in skin: মাঝে মাঝেই ভীষণ গা চুলকায়। কোনও এক জায়গা নয় বিভিন্ন অঙ্গেই এই চুলকানি হয়। এ কোন বিপদের লক্ষণ তা হয়তো অনেকেই জানেন না। 




1. মাঝে মাঝেই শরীরের বিভিন্ন অঙ্গে চুলকানি হয়। কোনও একটি জায়গায় চুলকানি হলে তাও বোঝা যায়। কিন্তু নানা অঙ্গে হচ্ছে বলে ধরতেও পারছেন না কী সমস্যা। অনেকে আবার এটিকে সমস্যা বলে ভাবতেই নারাজ। কিন্তু আদতে শরীরে ঘনিয়ে আসছে বড় বিপদ।






2. বিপদের প্রাথমিক আঁচই হল এই চুলকানি। নাহ্, মোটেই এটি সবসময় ত্বকের রোগ নয়। বরং শরীরের ভিতরের একটি অঙ্গ খারাপ হয়ে যাচ্ছে। তারই সংকেত দিচ্ছে এই চুলকানি।  





3. বিশেষজ্ঞদের কথায়, লিভারের সমস্যা থেকে এই চুলকানির উপসর্গ দেখা দিতে পারে। দীর্ঘদিন নানা কুঅভ্যাসের কারণে লিভারের ক্রনিক রোগ হয়। এই ক্রনিক রোগের কারণেই চুলকানির উপসর্গ দেখা দেয়।

0 Response to "Itching in skin: মাঝে মাঝেই গা চুলকায় বড্ড? ত্বকের রোগ নয়, শরীরের ভিতরেই বড় বিপদ ঘনিয়েছে"

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

AD