-->
করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে এক মহিলা, সেখানেই লাগাতার যৌন অত্যাচারে গেল প্রাণ!

করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে এক মহিলা, সেখানেই লাগাতার যৌন অত্যাচারে গেল প্রাণ!


করোনায় নয়, এক্ষেত্রে মৃত্যু হল যৌন অত্যাচারে...






কিছুদিন আগেই তার গর্ভপাত হয়েছে৷ শরীরে সেই ধকল নিয়েই ভিন রাজ্য থেকে স্বামীর সঙ্গে শ্বশুড়বাড়িতে ফিরেছেন সেই মহিলা৷ কিন্তু কে জানতেন যে লকডাউন উঠে গেলেও আর ফিরতে পারবেন না তিনি!
















লকডাউনের মধ্যেই ২৫শে মার্চ লুধিয়ানা থেকে বিহারের গয়ায় ফিরে আসেন সেই স্বামী-স্ত্রী৷ ২ মাসের অন্ত্বঃসত্তার ছিলেন তিনি। কিন্তু অভাবের সংসারে এখন সন্তান চাননি৷ তাই তো গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন তার দুজনই ৷ লুধিয়ানায় গর্ভপাত করান ২৫ বছর বয়সের এই মহিলা৷




তবে গয়ার ফিরে এসে ফের রক্তক্ষরণ হতেই থাকে তার৷ তখন অনুগ্র নারায়ণ মগধ মেডিক্যাল কলেজে তার ভর্তি করা হয়৷ তাকে রাখা হয় এমার্জেন্সি ওয়ার্ডে৷ ১ এপ্রিল করোনা সংক্রমণের আশঙ্কা করে তাকে সেখানে আইসোলেশনে রাখা হয়৷
















আইসোলেশনে থাকাকালীন তার ওপর চলতে থকে যৌন অত্যাচার৷ মৃত্যুর আগে, দায়িত্বে থাকা চিকিৎসকরে বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এই নিগৃহীতা৷ তিনি জানিয়েছিলেন যে তাকে পরপর দু’দিন ধর্ষণ করা হয়৷





পরে তার শরীরে করোনার কোনো জীবাণু না মেলায়, হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বাড়ি ফিরে তিনি স্বভাবতই ভীত এবং অন্যমনস্ক থাকতেন৷ রক্তপাতও বেড়েছিল তার শরীরে। সেই দেখেই শাশুড়ি তাকে জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা তাকে জানান সেই নিগৃহীতা৷




এরপরই তার মৃত্যু হয়৷ নির্দিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সেই মহিলার শাশুড়ি৷ যদিও চিকিৎসককে এখনই সনাক্ত করা যায়নি৷ জানা যাচ্চে যে এই ঘটনায় আপাতত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

0 Response to "করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে এক মহিলা, সেখানেই লাগাতার যৌন অত্যাচারে গেল প্রাণ!"

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

AD