-->
সেপ্টেম্বর মাসে কোন কোন দিন লকডাউন হবে এখনই জেনে নিন

সেপ্টেম্বর মাসে কোন কোন দিন লকডাউন হবে এখনই জেনে নিন

দীর্ঘ কয়েকমাস ধরে করোনা আবহের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। টানা লকডাউনের ফলে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। একই অবস্থা রাজ্যেরও। আর সেই জন্যই টানা লকডাউনের পথে হাঁটছেনা গোটা রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে আর হবেনা টানা লকডাউন।




রাজ্যজুড়ে করোনা গ্রাফকে ঠেকাতে অভিনব পন্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই তিনি সপ্তাহে দুদিন লকডাউন করে ভাইরাসের চেন ভাঙতে চাইছেন। প্রতিমাসের পপ্রথমেই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে লকডাউনের তারিখ। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সেপ্টেম্বর মাসের ৭,১১ ও ১২ তারিখে হবে লকডাউন।





মুখ্যমন্ত্রী এদিন বলেন, “পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, আর লকডাউন জারি করা হবে কি না। করা হলে পরে তারিখ ঘোষণা করা হবে।”


0 Response to "সেপ্টেম্বর মাসে কোন কোন দিন লকডাউন হবে এখনই জেনে নিন "

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

AD