-->
ভারতের মধ্যে খুঁজে পাওয়া কোভিডের ভ্যারিয়্যান্টের নাম 'ডেল্টা' ও 'কাপ্পা', জানাল হু

ভারতের মধ্যে খুঁজে পাওয়া কোভিডের ভ্যারিয়্যান্টের নাম 'ডেল্টা' ও 'কাপ্পা', জানাল হু

 কোভিডের নয়া ভ্যারিয়েন্টের নাম এবার জানিয়ে দিল বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত থেকে উদ্ধার হওয়া নতুন কোভিড ভ্যারিয়েন্টের নাম 'ডেল্টা ও' কাপ্পা'। প্রসঙ্গত, এই ভ্যারিয়েন্টকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলে আখ্যা দিতে প্রথম থেকেই নারাজ ভারত। সেই জায়গা থেকে এই ভ্যারিয়েন্ট ভারতে খুঁজে পাওয়া ভ্যারিয়েন্ট হিসাবে আখ্যা পাচ্ছে।



গ্রিক অ্যালফাবেট ব্যবহার করে এই ডেল্টা ও কাপ্পা নামকরণ হয়েছে। এদিকে, কোভিড ভ্যারিয়েন্টের সূত্র সম্পর্কে যাতে কোনও একটি নির্দিষ্ট দেশকে চিহ্নিত না করা হয়, সে সম্পর্কে বক্তব্য রাখে হু। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে সাফ জানানো হয়, কোনও একটি দেশকে এই নামকরণের ক্ষেত্রে আলাদা করে চিহ্নিত করা যাবে না। প্রসঙ্গত, এই নামকরমের জেরে ওই দুই ভ্যারিয়েন্টের বৈজ্ঞানিক নামকরণে কোনও হেরফের হবে না বলে জানিয়েছে হু।


B.1.617.2 স্ট্রেইনটির নাম হয়েছে ডেল্টা ও B.1.617.1 স্ট্রেইনটির নাম হয়েছে কাপ্পা। প্রসঙ্গত, এই নয়া স্ট্রেইনের দাপটে দেশে গত দেড় মাস ধরে করোনার প্রকাণ্ড দ্বিতীয় স্রোত দেখা গিয়েছে। যার জেরে গোটা দেশে যেমন অ্যাক্টিভ কেস বেড়েছে, তেমনই বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত দেড় মাসে মৃতের সংখ্যাও প্রবল হারে বাড়তে থাকে । এই পরিস্থিতিতে ভারতের নতুন স্ট্রেইনের নামকরণ ইস্যুটি রীতিমতো তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, দেশে বর্তমানে কোভিডের দাপট খানিকটা নেমেছে। করোনার জেরে ৩১ মের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১,৫২,৭৩৪ জন। সুস্থ হয়ে উঠেছেন দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২,৩৮,০২২ জন। দৈনির মৃতের সংখ্যাও অনেকটাই কমেছে। ৩,১২৮ জন গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন দেশে।

0 Response to "ভারতের মধ্যে খুঁজে পাওয়া কোভিডের ভ্যারিয়্যান্টের নাম 'ডেল্টা' ও 'কাপ্পা', জানাল হু"

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

AD